সোমবার | ১২ জানুয়ারি, ২০২৬ | ২৮ পৌষ, ১৪৩২

গুগল ফটোজ অ্যালবামে যৌথভাবে ছবি রাখার পদ্ধতি জেনেনিন

পায়রানিউজ ডেস্ক: বর্তমান সময় প্রযুক্তিনির্ভর। আর এই সময়ে অনেকেই গুগল ড্রাইভ, গুগল ফটোজ অ্যালবামে বিভিন্ন ছবি ও ভিডিও সংরক্ষণ করে থাকেন। আপনারা জেনে থাকবেন যে, গুগল ফটোজের নির্দিষ্ট অ্যালবাম বন্ধুবান্ধব ও পরিচিত ব্যক্তিদের সঙ্গে শেয়ার করার সুযোগ রয়েছে। একই সঙ্গে অ্যালবামে থাকা ছবি ও ভিডিও দেখার পাশাপাশি তা নামিয়ে ব্যবহার করা যায়। এখানেই শেষ নয়, যৌথভাবে গুগল ফটোজ অ্যালবামে ছবি ও ভিডিও রাখার সুযোগ রয়েছে। ফলে একাধিক ব্যক্তির কাছে নির্দিষ্ট কোনো আয়োজনের ছবি থাকলে সবাই তা গুগল ফটোজ অ্যালবামে জমা রাখতে পারেন এবং তা দেখতে ও নামিয়ে ব্যবহার করতে পারেন।

জেনে নেওয়া যাক গুগল ফটোজ অ্যালবামে যৌথভাবে ছবি রাখার পদ্ধতি :

গুগল ফটোজ অ্যালবামে যৌথভাবে ছবি রাখার জন্য প্রথমে স্মার্টফোন থেকে গুগল ফটোজ অ্যালবামে প্রবেশ করতে হবে। এরপর ওপরের ডান দিকে থাকা প্লাস আইকনে ট্যাপ করার পর প্রদর্শিত পপআপে অ্যালবামের নাম ও বর্ণনা লিখে সিলেক্ট ফটোজ বাটনে ট্যাপ করে অ্যালবাম তৈরি করতে হবে। এবার ওপরের ডান দিকে থাকা তিনটি ডট মেনুতে ট্যাপ করে অপশনস নির্বাচন করতে হবে। এরপর পরের পৃষ্ঠার নিচে থাকা ইনভাইট পিপল অপশনে ট্যাপ করে যে ব্যক্তির সঙ্গে অ্যালবাম শেয়ার করতে হবে, তার ইমেইল ঠিকানা যোগ করতে হবে। ইনভাইটে ক্লিক করার আগে কোলাবরেট অপশনের পাশে থাকা টগলটি চালু করলেই নির্দিষ্ট ব্যক্তি অ্যালবামে ছবি রাখতে পারবেন। এভাবে একাধিক ব্যক্তির সঙ্গে অ্যালবাম শেয়ার করে ছবি রাখার সুযোগ দেওয়া যাবে।

এমএফ

© 2026 republicdhaka.com | About us | Privacy Policy | Terms & Condidtion
Developed by- SHUMANBD.COM