সোমবার | ১৯ জানুয়ারি, ২০২৬ | ৫ মাঘ, ১৪৩২

৮ দফা আদায়ে হিন্দু জাগরণ মঞ্চের নতুন কর্মসূচি ঘোষণা

নিজস্ব প্রতিবেদক: সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর হামলা, বাড়িঘর, মন্দির ও দোকানপাটে ভাঙচুর, দেশত্যাগের হুমকির বিচারসহ আট দফা বাস্তবায়নের দাবিতে নতুন কর্মসূচি ঘোষণা করেছে সনাতন ধর্মাবলম্বীদের সংগঠন বাংলাদেশ হিন্দু জাগরণ মঞ্চ।

শুক্রবার (২৭ সেপ্টেম্বর) জাতীয় প্রেসক্লাবের সামনে হিন্দু জাগরণ মঞ্চের বিক্ষোভ সমাবেশ থেকে এই কর্মসূচি ঘোষণা করা হয়।

হিন্দু জাগরণ মঞ্চের উপদেষ্টা রতন চন্দ্র পালের সভাপতিত্বে সমাবেশে আট দফা উত্থাপন করেন সংগঠনের সমন্বয়ক রনি রাজবংশী।

রনি রাজবংশী জানান, তারা গত ১৩ আগস্ট অন্তর্বর্তী সরকারের কাছে বেশ কিছু দাবি জানিয়েছেন। তখন বলা হয়েছিল এসব দাবি যৌক্তিক, তবে সেগুলো মেনে নেয়া বা কার্যকর করার কোনো কিছুই দেখা যাচ্ছে না। তাদের সঙ্গে কেউ এ বিষয়ে আলোচনা করেননি। এ জন্য তারা আগামী ৪ অক্টোবর গণসমাবেশ করবেন।

হিন্দু জাগরণ মঞ্চের ৮ দফা দাবি

১. সংখ্যালঘু নির্যাতনের বিচারের জন্য দ্রুত বিচার ট্রাইব্যুনাল গঠন করে দোষীদের দ্রুততম সময়ে উপযুক্ত শাস্তি প্রদান, ক্ষতিগ্রস্তদের যথোপযুক্ত ক্ষতিপূরণ প্রদান ও পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে;
২. অবিলম্বে ‘সংখ্যালঘু সুরক্ষা আইন’ প্রণয়ন করতে হবে;
৩. ‘সংখ্যালঘু বিষয়ক মন্ত্রণালয়’ গঠন করতে হবে;
৪. হিন্দুধর্মীয় কল্যাণ ট্রাস্টকে ‘হিন্দু ফাউন্ডেশন’-এ উন্নীত করতে হবে। পাশাপাশি বৌদ্ধ ও খ্রিষ্টানধর্মীয় কল্যাণ ট্রাস্টকেও ফাউন্ডেশনে উন্নীত করতে হবে;
৫. ‘দেবোত্তর সম্পত্তি পুনরুদ্ধার ও সংরক্ষণ আইন’ প্রণয়ন এবং ‘অর্পিত সম্পত্তি প্রত্যর্পণ আইন’ যথাযথ বাস্তবায়ন করতে হবে;
৬. সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয় ও বিশ্ববিদ্যালয় কলেজের সংখ্যালঘু শিক্ষার্থীদের জন্য উপাসনালয় নির্মাণ এবং প্রতিটি হোস্টেল প্রার্থনাকক্ষ বরাদ্দ করতে হবে;
৭. ‘সংস্কৃত ও পালি শিক্ষা বোর্ড’ আধুনিকায়ন করতে হবে;
৮. শারদীয় দুর্গাপূজায় পাঁচ দিন ছুটি দিতে হবে। পাশাপাশি প্রতিটি সংখ্যালঘু সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসবে প্রয়োজনীয় ছুটি দিতে হবে।

আর এসব দাবি বাস্তবায়নে সপ্তাহব্যাপী কর্মসূচি ঘোষণা করেন সমন্বয়ক প্রদীপ কান্তি দে। এর মধ্যে রয়েছে আগামী ২৮ সেপ্টেম্বর হাতে লাল সুতা বেঁধে অনলাইনে পোস্ট ও ফেসবুক প্রোফাইল লাল করা; ২৯ সেপ্টেম্বর চোখে কালো কাপড় বেঁধে হাতে সংখ্যালঘু নির্যাতনবিষয়ক ছবি অথবা লেখা ধরে ছবি তুলে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা; ৩০ সেপ্টেম্বর শর্ট ভিডিওবার্তা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে প্রতিবাদ; আট দফা দাবির প্রচারে দেশব্যাপী প্রতিটি জেলা-উপজেলার মন্দির, গ্রামগঞ্জ ও পাড়া-মহল্লায় ১ অক্টোবর লিফলেট বিতরণ; বাংলাদেশ সম্মিলিত সংখ্যালঘু জোট আয়োজিত ৪ অক্টোবরের কেন্দ্রীয় শহীদ মিনারের সমাবেশ সফল করতে ২ অক্টোবর দেশব্যাপী গণসংযোগ, লিফলেট বিতরণ ও আলোচনা সভা; ৩ অক্টোবর অনলাইন-অফলাইনে প্রচার-প্রচারণা এবং ৪ অক্টোবর কেন্দ্রীয় শহীদ মিনারের সমাবেশে যোগ দিয়ে একাত্মতা পোষণ।

সমাবেশ শেষে একটি লাল পতাকা মিছিল নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এতে হিন্দু সম্প্রদায়ের নানা বয়সি মানুষ অংশ নেন।

একে

© 2026 republicdhaka.com | About us | Privacy Policy | Terms & Condidtion
Developed by- SHUMANBD.COM