মঙ্গলবার | ১৩ জানুয়ারি, ২০২৬ | ২৯ পৌষ, ১৪৩২

চেন্নাইয়ের সঙ্গে এক দশকের সম্পর্ক ছিন্ন করে কলকাতায় ব্রাভো

স্পোর্টস ডেস্ক: খেলোয়াড় হিসেবে মুম্বা ইন্ডিয়ান্সের হয়ে আইপিএল অভিষেক হয়েছিল ডোয়াইন ব্রাভোর। ২০১১ সালে নাম লেখান চেন্নাই সুপার কিংসে। হলুদ জার্সি গায়ে খেলেন ২০২২ সাল পর্যন্ত। মাঝে চেন্নাইয়ের নিষিদ্ধের সময়টায় গুজরাট লায়ন্সে খেলেন ব্রাভো।

চেন্নাইয়ে খেলুড়ে জীবনের ইতি টেনে ২০২৩ সাল থেকে বোলিং কোচের দায়িত্ব পান ব্রাভো। গত মৌসুমেও এ দায়িত্ব সামলেছেন। এক দশকের বেশি সময় পর চেন্নাই ছেড়ে কলকাতা নাইট রাইডার্সে (কেকেআর) যোগ দিয়েছেন এই ওয়েস্ট ইন্ডিয়ান। এখন থেকে ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের মেন্টর তিনি।

বিষয়টি নিশ্চিত করেছেন কেকেআর সিইও ভেঙ্কি মাইসোর। তিনি বলেন, ‘ব্রাভোর আমাদের দলে যোগ দেয়ার ব্যাপারটা দারুণ। জয়ের জন্য সে নিরলসভাবে কাজ করে। বিশাল অভিজ্ঞতা এবং গভীর জ্ঞান দিয়ে আমাদের ফ্র্যাঞ্চাইজি এবং খেলোয়াড়দের ব্যাপকভাবে উপকৃত করবে বলে আশা রাখি।’

কলকাতার মেন্টর ছিলেন গৌতম গম্ভীর। তিনি দায়িত্বে থাকাকালেই এবারের আইপিএল জিতেছে কেকেআর। গত জুলাইয়ে ভারত তাকে কোচের পদে নিয়োগ দিয়েছে। কলকাতায় তার শূন্যস্থানেই আগমন হয়েছে ব্রাভোর। এই দায়িত্ব পেয়ে যারপরানই খুশি তিনি।

ব্রাভো বলেন, ‘ক্যারিবীয়ান প্রিমিয়ার লিগে আমি গত ১০ বছর ধরে ত্রিনিবাগো নাইট রাইডার্সের সঙ্গে যুক্ত আছি। বিভিন্ন লিগে নাইট রাইডার্সদের হয়ে আবার তাদের বিপক্ষেও খেলেছি। তারা সবকিছু যেভাবে পরিচালনা করে, তাতে আমার যথেষ্ট শ্রদ্ধা আছে। মালিকের প্যাশন, ম্যানেজমেন্টের পেশাদারিত্ব আর পরিবারের মতো পরিবেশ এটাকে বিশেষ জায়গা বানিয়েছে। এটা আমার জন্য উপযুক্ত প্লাটফর্ম।’

একে

© 2026 republicdhaka.com | About us | Privacy Policy | Terms & Condidtion
Developed by- SHUMANBD.COM