আন্তর্জাতিক ডেস্ক: সম্প্রতি লেবাননে চালানো ইসরায়েলি হামলায় হিজবুল্লাহর অন্তত ছয়জন কমান্ডার নিহত হয়েছেন। তারা হলেন- মোহাম্মদ সুরুর, ইব্রাহিম মোহাম্মদ কোবেইসি, ইব্রাহিম আকিল, ফুয়াদ শুকর, উইসাম তাভিল এবং মোহাম্মদ নামেহ নাসের।
সর্বশেষ বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) বিকেলে লেবাননের রাজধানী বৈরুতের দক্ষিণাঞ্চলে ইসরায়েলি হামলায় মোহাম্মদ সুরুর নিহত হন। তিনি ২০২০ সাল থেকে হিজবুল্লাহর ড্রোন ইউনিটের প্রধান হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।
হিজবুল্লাহর ঘনিষ্ঠ একটি সূত্র জানিয়েছে, গণিত বিষয়ে অধ্যয়ন করা এই কমান্ডার দেশটির হুতি বিদ্রোহীদের প্রশিক্ষণের জন্য হিজবুল্লাহ কর্তৃক ইয়েমেনে প্রেরিত শীর্ষ উপদেষ্টার মধ্যে একজন। এ ছাড়া প্রেসিডেন্ট বাশার আল আসাদ সরকারের সমর্থনে ২০১৩ সাল থেকে সিরিয়ার গৃহযুদ্ধে হিজবুল্লাহর পক্ষে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন তিনি।
এর আগে মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) বৈরুতে অপর এক হামলায় হিজবুল্লাহর ক্ষেপণাস্ত্র ও রকেট বাহিনীর কমান্ডার ইব্রাহিম কুয়াবাইসি নিহত হন। তিনি যোদ্ধাদের রকেট বিভাগের প্রধান ছিলেন বলে জানা গেছে। ২১ সেপ্টেম্বর ইসরায়েলের বিমান হামলায় ইব্রাহিম আকিল নামে হিজবুল্লাহর এক জ্যেষ্ঠ কমান্ডার নিহত হন। সেদিন লেবাননের রাজধানী বৈরুতের শহরতলিতে বিমান হামলা চালায় দখলদার ইসরায়েল।
হিজবুল্লাহর ঘনিষ্ঠ একটি সূত্রের বরাতে আরব নিউজ বলছে, ফুয়াদ শুকরের পরে যোদ্ধাদের সেকেন্ড-ইন-কমান্ড ছিলেন ইব্রাহিম আকিল। নিহত আকিল হিজবুল্লাহর অভিজাত ‘রাদওয়ান বাহিনীর’ জ্যেষ্ঠ নেতা ছিলেন। হামলার সময় তিনি হিজবুল্লাহ ও ফিলিস্তিনের একটি সশস্ত্র গোষ্ঠীর প্রতিনিধিদের সঙ্গে একটি বৈঠকে ছিলেন।
যুক্তরাষ্ট্র বলেছে, আকিল হিজবুল্লাহর জিহাদ কাউন্সিলের সদস্য ছিলেন। মার্কিন ট্রেজারির তথ্য অনুসারে, তিনি ইসলামিক জিহাদ সংস্থার একজন “প্রধান সদস্য” ছিলেন। ১৯৮৩ সালে বৈরুতে মার্কিন দূতাবাসে হিজবুল্লাহ-সংশ্লিষ্ট গোষ্ঠীর বোমা হামলায় ৬৩ জন নিহত হয়। একই বছর লেবাননের রাজধানীতে মার্কিন মেরিন কর্পসে হামলায় ২৪১ মার্কিন সেনা নিহত হন। ওই ঘটনার সঙ্গে আকিলের সংশ্লিষ্টতা ছিল বলে যুক্তরাষ্ট্রের অভিযোগ।
গত জুলাই ইসরায়েলি এক হামলায় নিহত হন হিজবুল্লাহর শীর্ষ সামরিক কমান্ডার ফুয়াদ শুকর। হিজবুল্লাহর ঘনিষ্ঠ একটি সূত্র বলছে, ষাটের দশকের শুরুর দিকে ইসরায়েলি বাহিনীর সঙ্গে আন্তঃসীমান্ত সংঘর্ষে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন এই কমান্ডার। শুকর হিজবুল্লাহর সবচেয়ে সিনিয়র সামরিক কমান্ডার ছিলেন। তার মৃত্যুর পর যোদ্ধাদের প্রধান হাসান নাসরাল্লাহ বলেছেন, গত অক্টোবর থেকেই শুকরের সঙ্গে প্রতিদিন যোগাযোগ হতো। তাকে হত্যা করেছে ইসরায়েল।
২০১৭ সালে মার্কিন ট্রেজারি শুকর সম্পর্কে তথ্য দিলে পাঁচ মিলিয়ন ডলার পুরষ্কার ঘোষণা করে। যুক্তরাষ্ট্রের অভিযোগ, ১৯৮৩ সালে বৈরুতে মার্কিন মেরিন কর্পস ব্যারাকে মারাত্মক বোমা হামলায় “কেন্দ্রীয় ভূমিকায়” ছিলেন এই কমান্ডার।
এ ছাড়াও সাম্প্রতিক হামলায় হিজুল্লাহর কমান্ডার উইসাম তাভিল এবং মোহাম্মদ নামেহ নাসের নিহত হয়েছেন।
একে