নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রাম মহানগরীর এক গার্মেন্টস কর্মীকে ধর্ষণ মামলার পলাতক আসামি মো. মুসলিমকে নগরীর কাঠগড়স্থ জাইল্লা পাড়া মোড় থেকে গ্রেপ্তার করেছে র্যাব-৭।
বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) রাতে গোয়েন্দা নজরদারীর মাধ্যমে তাকে গ্রেপ্তার করা হয়।
র্যাব জানিয়েছে, ভুক্তভোগী চট্টগ্রামের ইপিজেড এলাকার একজন গার্মেন্টসকর্মী এবং আসামি মো. মুসলিম একই এলাকার একজন দোকান কর্মচারী। বাজার করার সুবাদে আসামির সাথে ভিকটিমের পরিচয় হয় এবং পরিচয়ের সূত্র ধরে আসামির সাথে ভিকটিমের প্রেমের সম্পর্ক গড়ে উঠে। এক পর্যায়ে আসামি ভিকটিমকে ফেনী জেলার দাগনভূঁঞা থানাধীন একটি ভাড়া বাসায় এবং কক্সবাজারের একটি হোটেলে নিয়ে জোরপূর্বক একাধিকবার ধর্ষণ করে। যার ফলে ভিকটিম অন্তঃসত্ত্বা হয়ে পড়ে এবং বিবাহের জন্য চাপ প্রয়োগ করলে আসামি মো. মুসলিম ভিকটিমকে চট্টগ্রামের একটি কাজী অফিসে নিয়ে মিথ্যা বিয়ের নাটক করে।
পরবর্তীকালে ভিকটিম একটি পুত্র সন্তানের জন্ম দেয়। পরে ভিকটিম আসামি মো. মুসলিমকে সন্তানসহ নিয়ে যাওয়ার জন্য চাপ প্রয়োগ করলে ভিকটিমের সাথে যোগাযোগ বন্ধ করে দেয়। এই ঘটনায় ফেনী জেলার দাগনভূঁঞা থানায় একটি ধর্ষণ মামলা দায়ের হয়।
এমএফ