মঙ্গলবার | ১৩ জানুয়ারি, ২০২৬ | ২৯ পৌষ, ১৪৩২

আলোক স্বল্পতায় বন্ধ বাংলাদেশ-ভারত ম্যাচ

স্পোর্টস ডেস্ক: আলোকস্বল্পতার কারণে আপাতত বন্ধ আছে কানপুর টেস্টের প্রথম দিনের খেলা। মধ্যাহ্নবিরতির পরে ৯ ওভার খেলা হওয়ার পর এই সিদ্ধান্ত নেন কর্তব্যরত আম্পায়াররা।

বৃষ্টির কারণে কানপুরে প্রথমদিনের খেলা নির্দিষ্ট সময়ে শুরু করা যায়নি। তবে এক ঘণ্টা পর খেলা শুরু হলেও প্রথম সেশন নির্বিঘ্নে কেটেছে। মধ্যাহ্নবিরতির সময় শুরু হয় বৃষ্টি। এই বৃষ্টির কারণে দ্বিতীয় সেশনের খেলাও একটু দেরিতে শুরু হয়।

কানপুরে আজ (২৭ সেপ্টেম্বর) সকাল থেকেই আকাশ মেঘাচ্ছন্ন ছিল। আলোকস্বল্পতার কারণে দ্বিতীয় সেশনের খেলা শুরু করতে হয় ফ্লাডলাইট জ্বালিয়ে। তবে ধীরে ধীরে আলো এতই কমতে থাকে যে ম্যাচ বন্ধ রাখার সিদ্ধান্ত নিতে বাধ্য হন আম্পায়াররা।

খেলা বন্ধ হওয়ার আগে ৩৫ ওভারে ৩ উইকেট হারিয়ে ১০৭ রান করেছে বাংলাদেশ। ৪০ রান করা মুমিনুলের সঙ্গে উইকেটে আছেন মুশফিকুর রহিম।

এর আগে টস হেরে ব্যাটিংয়ে নেমে দলীয় ২৬ রানে প্রথম উইকেট হারায় বাংলাদেশ। ওপেনিংয়ে নেমে শুরু থেকেই বেশ নাজুক ছিলেন জাকির হাসান। ২৪ বল খেলে কোনো রানই করতে পারেননি বাঁহাতি এই ব্যাটার। ইনিংসের নবম ওভারে আকাশ দীপের বলে ক্যাচ আউট হয়ে ফেরেন টাইগার ওপেনার।

জাকিরের বিদায়ের পর স্কোরকার্ডে ৩ রান যুক্ত হতেই ফেরেন সাদমান ইসলাম। তাকেও ফেরান আকাশ দীপ। ৩৬ বলে ২৪ রান করে আউট হন সাদমান। তৃতীয় উইকেটে মুমিনুলের সঙ্গে ৫১ রানের জুটি গড়েন শান্ত। তবে মধ্যাহ্ণবিরতির পরপর ৩১ রান করে অশ্বিনের বলে এলবিডব্লিউ হয়ে আউট হন শান্ত।

একে

© 2026 republicdhaka.com | About us | Privacy Policy | Terms & Condidtion
Developed by- SHUMANBD.COM