মঙ্গলবার | ১৩ জানুয়ারি, ২০২৬ | ২৯ পৌষ, ১৪৩২

আটকে গেল রাকুল প্রীতের সিনেমা

বিনোদন ডেস্ক: বলিউড অভিনেত্রী রাকুল প্রীত সিং। ফেব্রুয়ারি মাসে তিনি বিয়ে করেন অভিনেতা ও প্রযোজক জ্যাকি ভাগনানিকে। বিয়ের পর থেকে সেভাবে আর কাজে দেখা যায়নি তাকে, যা নিয়ে চলছে আলোচনাও। এর মধ্যেই এ অভিনেত্রীর একটি সিনেমার শুটিং বন্ধ হয়ে গেছে। সিনেমা নাম ‘দে দে পেয়ার দে ২’। এটি ২০১৯ সালে মুক্তি পাওয়া ‘দে দে পেয়ার দে’ সিনেমার সিক্যুয়েল।

বলিউড হাঙ্গামার তথ্যমতে, সিনেমার শুটিং পাঞ্জাবে চলছিল। এটি প্রথম লটের শুটিং। সেখানে শুটিং চলাকালে নির্মাতা আনশুল শর্মা ডেঙ্গুতে আক্রান্ত হন। এরপরই সব ধরনের শুটিং বন্ধ করে দেওয়া হয় প্রোডাকশনের পক্ষ থেকে।

এ বিষয়ে রাকুল ওই গণমাধ্যমকে বলেন, ‘অনেক দিন পর শুটিং সেটে ফিরেছিলাম। কাজও করেছি। এর মধ্যেই আমাদের নির্মাতা ডেঙ্গুতেই আক্রন্ত হলেন। তার জন্য আমরা সবাই প্রার্থনা করছি। আশা করছি খুব দ্রুত তিনি আমাদের মাঝে ফিরে আসবেন, আবারও শুটিং শুরু হবে।’

২০১৯ সালে মুক্তি পাওয়া ‘দে দে পেয়ার দে’ সিনেমাটি পরিচালনা করেছিলেন আকিব আলী। যেখানে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেন টাবু। এবারের সিক্যুয়েলে তিনি নেই। এবার নতুনভাবে যুক্ত হচ্ছেন আর মাধবন। সিনেমাটি ২০২৫ সালে মুক্তি পাবে।

এআরএস

© 2026 republicdhaka.com | About us | Privacy Policy | Terms & Condidtion
Developed by- SHUMANBD.COM