মঙ্গলবার | ১৩ জানুয়ারি, ২০২৬ | ২৯ পৌষ, ১৪৩২

ভারত পাচার হওয়া ৯ বাংলাদেশি নারী ফিরলেন বিশেষ ট্রাভেল পারমিটে

বেনাপোল প্রতিনিধি: ভারতে পাচার হওয়া বাংলাদেশি ৯ নাগরিক বিভিন্ন মেয়াদে সাজাভোগ শেষে দেশে ফিরেছেন। বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে দেশে ফেরেন তারা। ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ বেনাপোল ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর তাদের করে।

ফেরত আসারা কিশোরগঞ্জ, যশোর, খুলনা এবং নারায়গঞ্জ জেলার বাসিন্দা।

জানা যায়, অভাব অনটনের সংসারে আয় রোজগারের আশায় দালালের মাধ্যমে সীমান্তপথে ভারতের মুম্বাই যান তারা। পরে অবৈধভাবে অনুপ্রবেশের কারণে সেখানকার পুলিশ তাদের আটক করে জেলহাজতে পাঠায়। সেখান থেকে ‘রেসকিউ ফাউন্ডেশন’ নামে একটি এনজিও সংস্থা তাদের ছাড়িয়ে শেল্টার হোমে রাখে। পরে দুই দেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে যোগাযোগের মাধ্যমে বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে তারা দেশে ফিরেছেন।

বেনাপোল ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমতিয়াজ ভূঞা বলেন, ‘ট্রাভেল পারমিটে ফেরত আসা ৯ বাংলাদেশিকে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে।’

যশোর জাস্টিস অ্যান্ড কেয়ার কর্মকর্তা আরিফা আক্তার ও রাইটস যশোর কর্মকর্তা তৌফিকুজ্জামান বলেন, ‘ফেরত আসাদের আমরা আমাদের নিজস্ব শেল্টার হোমে রাখবো। পরে তাদের পরিবারের কাছে হস্তান্তর করবো।’

© 2026 republicdhaka.com | About us | Privacy Policy | Terms & Condidtion
Developed by- SHUMANBD.COM