বৃহস্পতিবার | ১৫ জানুয়ারি, ২০২৬ | ১ মাঘ, ১৪৩২

ইহুদিবাদীদের যুদ্ধ বিস্তারের বিরুদ্ধে মার্কিন বিক্ষোভকারীদের স্লোগান

আন্তর্জাতিক ডেস্ক: নিউইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশন চলাকাল আমেরিকার জনগণ যুদ্ধবিরোধী বিক্ষোভ করেছে। তারা অবিলম্বে লেবাননে ইসরাইলি আগ্রাসন বন্ধ করার দাবি জানিয়েছে। পার্সটুডে

আমেরিকার বিভিন্ন শহরে গতকাল ইসরাইলকে ওয়াশিংটনের সামরিক সহযোগিতা দেওয়ার বিরুদ্ধে বিক্ষোভ করেছে। এমন এক সময় মার্কিন জনগণ তেলআবিবের প্রতি ওয়াশিংটনের সার্বিক সহায়তার বিরুদ্ধে বিক্ষোভ করলো যখন পশ্চিম এশিয়ায় আরেকটি যুদ্ধের আশঙ্কা বৃদ্ধি পাচ্ছে।

এক্ট নাউ টু এন্ড ওয়ার অ্যান্ড রেসিজম (ANSWER) জোট জানিয়েছে, নিউইয়র্কে আমেরিকার বিক্ষোভকারীরা প্ল্যাকার্ড এবং ব্যানার হাতে প্রতিবাদ জানায়। ব্যানারে লেখা ছিল ‘অবিলম্বে লেবানন ছাড়ো’ এবং ‘লেবাননে আমেরিকা ও ইসরাইলের যুদ্ধকে-‘না’। লেবাননে ইসরায়েলের আগ্রাসন বন্ধেরও দাবি জানায়।

বিক্ষোভকারীরা নিউইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদের বৈঠকের প্রতি ইঙ্গিত করেও স্লোগান দেয়। তাদের শ্লোগান ছিল: বাইডেন, হ্যারিস, ট্রাম্প, বিবি (বেনিয়ামিন নেতানিয়াহু) আমাদের শহরে স্বাগত নও, মধ্যপ্রাচ্য ছেড়ে দাও,ফিলিস্তিন মুক্ত করো।

ওয়াশিংটনের হোয়াইট হাউজের সামনেও আরেকটি প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ওই সমাবেশে বিক্ষোভকারীরা লেবাননে ইসরাইলি হামলা বন্ধের দাবি জানায়।

এআরএস

© 2026 republicdhaka.com | About us | Privacy Policy | Terms & Condidtion
Developed by- SHUMANBD.COM