মঙ্গলবার | ১৩ জানুয়ারি, ২০২৬ | ২৯ পৌষ, ১৪৩২

অরিজিতের অনুষ্ঠানে মহিলা ভক্তকে গলাধাক্কা, ভক্তের কাছে ক্ষমা চাইলেন অরিজিত সিং

এন্টারটেইনমেন্ট ডেস্ক: ব্রিটেন জুড়ে অরিজিৎ সিংহের গানের অনুষ্ঠান। মোট চারটি শো করেছেন গায়ক। প্রায় প্রতিটি অনুষ্ঠানেই কোনও না কোনও ঘটনা নজর কেড়েছে নেটপাড়ার। চতুর্থ দিনে এমন ঘটনা ঘটল যে, মাথা নিচু করে ক্ষমা চাইতে হল অরিজিৎকে।
প্রতিটি অনুষ্ঠানেই স্টেডিয়াম থেকেছে কানায় কানায় পরিপূর্ণ। অনুরাগীরা সকলেই এক বার গায়কের কাছ পর্যন্ত পৌঁছতে চেয়েছেন। এক বার হাত মেলাতে চেয়েছেন অনেকে। কেউ চেয়েছেন শুধু কাছ থেকে দেখতে। এমনই কাণ্ড করে বসলেন অরিজিতের মহিলা অনুরাগীরা। মঞ্চে গান গাইছেন অরিজিৎ। এ দিকে নিরাপত্তার বলয় পেরিয়ে গায়কের কাছে যেতে চাইছেন অনুরাগীরা। উদ্দেশ্য, এক বার হাত ছুঁয়ে দেখবেন প্রিয় তারকার। যেমন ভাবনা তেমন কাজ। কিন্তু মঞ্চের একেবারে কাছে চলে যেতেই এক মহিলাকে আটকে দেন নিরাপত্তাকর্মীরা। কিন্তু, তিনিও নাছোড়বান্দা। অরিজিতকে এক বার ছুঁয়ে তিনি দেখবেনই।
সেই সময় নিরাপত্তাকর্মী ওই মহিলার ঘাড় ধরে ধাক্কা দেন বলে অভিযোগ। মঞ্চ থেকে গোটা বিষয়টি দেখতে পান অরিজিৎ। তিনি মহিলা অনুরাগীর কাছে ক্ষমা চেয়ে নেন। সেই ভিডিয়ো সমাজমাধ্যমে পোস্ট করেন ওই অনুরাগী। সেখানেই দেখা যাচ্ছে নিরাপত্তারক্ষীদের খানিক ধমক দিয়ে বলেন, “এমন ঘাড় ধরাটা একেবারে উচিত নয়। আপনার সঙ্গে যা ঘটল, তার জন্য আমি দুঃখিত, মার্জনা করবেন। আমি ওখানে যেতে পারছি না, চোখে পড়লে হতে দিতাম না।”

© 2026 republicdhaka.com | About us | Privacy Policy | Terms & Condidtion
Developed by- SHUMANBD.COM