মঙ্গলবার | ১৩ জানুয়ারি, ২০২৬ | ২৯ পৌষ, ১৪৩২

জামিন পেলেন নির্মাতা রিংকু

বিনোদন ডেস্ক: কোটা সংস্কার আন্দোলনের মধ্যে ঢাকার গুলশানে নাইমুর রহমান নামে এক শিক্ষার্থীকে হত্যার মামলায় জামিন পেয়েছেন ছোটপর্দার নির্মাতা রাফাত মজুমদার রিংকু। বৃহস্পতিবার বিকেলে আদালত তার জামিন মঞ্জুর করেন।

রিংকুর আইনজীবী ছিলেন জ্যোতিময় বড়ুয়া। জানা যায়, রাজনৈতিক পদবী থাকায় সন্দেহভাজন রিংকুকে গ্রেপ্তার করা হয়। আইনি মোকাবিলায় আজ তার জামিন হয়।

ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের সহ-সভাপতির দায়িত্ব পালন করা রিংকুকে সোমবার মধ্যরাতে গুলশান থেকে আটক করে পুলিশ। মঙ্গলবার তাকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন তদন্ত কর্মকর্তা গুলশান থানার এসআই রাজু আহমেদ। এসময় রিংকুর পক্ষে জামিনের আবেদন করা হয়। শুনানির পরর তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন বিচারক। গত দুই দিন কারাগারেই ছিলেন তিনি। অবশেষে আজ শুনানি শেষে তার জামিন মঞ্জুর করেন আদালত।

জানা গেছে, গত ১৯ জুলাই গুলশানের শাহজাদপুর এলাকায় নাইমুর রহমান গুলিতে নিহত হন। এ ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার বোন শেখ রেহানাসহ ৬৪ জনের বিরুদ্ধে মামলা করেন নাইমুরের বাবা খলিলুর রহমান। সেই মামলায় নির্মাতা নিংকুকে গ্রেপ্তার দেখানো হয়।

মামলায় অন্যদের মধ্যে শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়, সাবেক চিফ হুইফ নূরে আলম চৌধুরী লিটন, সাবেক বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু, সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত, সাবেক এমপি মজিবুর রহমান চৌধুরী নিক্সন এবং গয়নার দোকান ডায়মন্ড ওয়ার্ল্ডের মালিক দিলীপ আগারওয়ালাকে আসামি করা হয়েছে।

শতাধিক নাটকের নির্মিতা রিংকুর উল্লেখযোগ্য নাটকের মধ্যে রয়েছে- ‘রঙিন আশা’, ‘পুতুলের সংসার’, ‘ইতিবৃত্ত’, ‘নরসুন্দরী’, ‘কবর’, ‘বন্ধন’, ‘ব্লগার মিতু’, ‘জাল’, ‘কাটুস’, ‘অতিরিক্ত’, ‘নোঙ্গর’, ‘রিকশা গার্ল’ প্রভৃতি।

একে

© 2026 republicdhaka.com | About us | Privacy Policy | Terms & Condidtion
Developed by- SHUMANBD.COM