সোমবার | ১৯ জানুয়ারি, ২০২৬ | ৫ মাঘ, ১৪৩২

আগামীকাল থেকে কমতে পারে বৃষ্টি, বাড়তে পারে গরম

নিজস্ব প্রতিবেদক: বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের প্রভাবে আজ বৃহস্পতিবারও সকাল থেকে দুপুর পর্যন্ত সারা দেশে থেমে থেমে বৃষ্টি হচ্ছে। আগামীকাল শুক্রবার থেকে বৃষ্টি কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। আবার গরম পড়তে পারে বলেও পূর্বাভাস দেওয়া হয়েছে।

আবহাওয়া অধিদপ্তরের কর্মকর্তা আফরোজা সুলতানা বলেন, তাপমাত্রা বাড়লে অস্বস্তিকর গরমের অনুভূতিও বাড়বে। তাপমাত্রা বেড়ে কত হতে পারে, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ৩৪ ডিগ্রি থেকে ৩৫ ডিগ্রির বেশি হবে না।

লঘুচাপটি গতকালই দুর্বল হয়েছে। এর কারণে গতকাল বুধবার সারা দিনই দেশের বিভিন্ন জায়গায় কমবেশি বৃষ্টি হয়েছে। গত মঙ্গলবার রাত থেকে রাজধানী ঢাকায় থেমে থেমে বৃষ্টি শুরু হয়।

গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি বৃষ্টি হয়েছে কুষ্টিয়ার কুমারখালীতে, ১০৪ মিলিমিটার। এরপর আছে রাজশাহী। সেখানে গতকাল ১০১ মিলিমিটার বৃষ্টি রেকর্ড হয়।

আবহাওয়া অধিদপ্তর জানায়, ঢাকায় আজ সকাল ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ৪৪ মিলিমিটার বৃষ্টি রেকর্ড হয়েছে।

এদিকে লঘুচাপের কারণে গত ২৪ সেপ্টেম্বর থেকে সমুদ্র বন্দরে দেওয়া ৩ নম্বর সতর্ক সংকেত আজ যেকোনো সময়ে তুলে নেওয়া হতে পারে। বেলা দেড়টার দিকে আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক এ কথা জানান। তিনি বলেছেন, রংপুর বিভাগে আগামী আরও দুই থেকে তিনদিন বৃষ্টি হতে পারে।

একে

© 2026 republicdhaka.com | About us | Privacy Policy | Terms & Condidtion
Developed by- SHUMANBD.COM