সোমবার | ১২ জানুয়ারি, ২০২৬ | ২৮ পৌষ, ১৪৩২

হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে এলো ৪৭ মেট্রিক টন আলু

নিজস্ব প্রতিবেদক: দামে সাশ্রয়ী হওয়ায় ভারত থেকে আবারও আলু আমদানি শুরু করেছেন ব্যবসায়ীরা। দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে বুধবার দুপুরে দুটি ট্রাকে ৪৭ মেট্রিক টন আলু আমদানি করে মেসার্স প্রিয়ম এন্টার প্রাইজ। আমদানিকারক প্রতিষ্ঠানটি ভারতের জলপাইগুড়ি থেকে এসব আলু আমদানি করেছে।

বন্দর সূত্র জানায়, গত ৮ জুলাই হিলি স্থলবন্দর দিয়ে সর্বশেষ একটি ট্রাকে ২৫ মেট্রিক টন আলু আমদানি করা হয়েছিল।

আমদানিকারকরা জানান, দেশের বাজারে ও ভারত থেকে আনা আলুর দাম সমান হওয়ায় এতদিন আলু আমদানি বন্ধ ছিল। আমদানির ক্ষেত্রে শুল্ক ১৫ শতাংশ থেকে কমিয়ে তিন শতাংশ করায় আবারও আমদানি কার্যক্রম শুরু হলো।

এদিন হিলি উপজেলা ও দিনাজপুরের সদরের বিভিন্ন খুচরা বাজার ঘুরে দেখা যায়, দেশীয় বড় আলু ৫০ টাকা, ছোট গোল লাল আলু ৫৫ টাকা ও বিলেতি আলু ৬৫ টাকা কেজি দরে বিক্রয় হচ্ছে। গত সপ্তাহে প্রতি কেজি দর ছিল কমপক্ষে দুই থেকে পাঁচ টাকা কম।

আমদানিকারক প্রতিষ্ঠানের প্রতিনিধি নাসির উদ্দিন দ্য ডেইলি স্টারকে বলেন, ‘দেশের বাজারে আলুর দাম স্বাভাবিক রাখতে কম শুল্কে আজ থেকে ভারতীয় আলু আমদানি শুরু হয়েছে। প্রতি মেট্রিক টন আলু আমদানিতে ব্যয় হচ্ছে ১৮০ মার্কিন ডলার।’

তিনি আরও বলেন, ‘এই আলু পাইকারি বাজারে ৪২ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।’

এমএফ

© 2026 republicdhaka.com | About us | Privacy Policy | Terms & Condidtion
Developed by- SHUMANBD.COM