মঙ্গলবার | ১৩ জানুয়ারি, ২০২৬ | ২৯ পৌষ, ১৪৩২

ভেনেজুয়েলা ম্যাচের আগে নতুন জটিলতায় আর্জেন্টিনা

স্পোর্টস ডেস্ক: বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচ খেলতে অক্টোবরে ভেনেজুয়েলায় যাবে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। তবে দেশ দুটির কূটনৈতিক দ্বন্দ্বের কারণে লিওনেল স্কালোনির দল নতুন জটিলতায় পড়েছে। সরাসরি ভেনেজুয়েলায় ট্রানজিট করতে পারবে না আলবিসেলেস্তে বাহিনী। সে কারণে তারা মাঝপথে যুক্তরাষ্ট্রে নেমে সেখানে ক্যাম্প করারও পরিকল্পনা করছে।

মূলত দেশ দুটির রাজনৈতিক সম্পর্কে টানাপোড়েনের কারণে ভেনেজুয়েলার ভূখণ্ডে আর্জেন্টিনার ফ্লাইটগুলোর জন্য আকাশসীমা বন্ধ করে দেওয়া হয়েছে। এই নিষেধাজ্ঞার কারণে ভেনেজুয়েলার মাটিতে সফরে বাধাগ্রস্ত হচ্ছে আর্জেন্টিনার বিভিন্ন দল। কয়েকদিন আগে রিভার প্লেট এবং রোজারিও সেন্ট্রাল ক্লাব কোপা লিবার্তাদোরেসে খেলার সময়ও ভ্রমণ জটিলতায় পড়েছিল। এবার একই কারণে সরাসরি ভেনেজুয়েলায় যেতে পারবেন না লিওনেল মেসি–এমিলিয়ানো মার্টিনেজরা।

আন্তর্জাতিক সংবাদসংস্থা এপি জানিয়েছে, গতকাল (সোমবার) মানবতাবিরোধী অপরাধের অভিযোগে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো এবং স্বরাষ্ট্রমন্ত্রী দিয়োসদাদো ক্যাবেলোর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আর্জেন্টিনার একটি ফেডারেল আদালত। এমনকি সেই আদেশ ইন্টারপোলের মাধ্যমে আন্তর্জাতিক পর্যায়েও কার্যকর করার নির্দেশ দেওয়া হয়েছে। ওই ঘোষণার ঘণ্টাখানেক পর ভেনেজুয়েলার সুপ্রিম কোর্ট আর্জেন্টিনার প্রেসিডেন্ট হাভিয়ের মাইলির বিরুদ্ধেও গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে।

এমন জটিলতার কারণে বাছাইপর্ব খেলতে দেশটিতে যাওয়ার আগে আর্জেন্টিনা দলকে তৃতীয় দেশে ট্রানজিট নিতেই হবে। তাই ভেনেজুয়েলা যাওয়ার আগে মায়ামিতে ক্যাম্পও করার পরিকল্পনা করছেন আর্জেন্টাইন ফুটবল ফেডারেশনের (এএফএ) কর্মকর্তারা। এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম টিওয়াইসি স্পোর্টস। এর আগে কোপা আমেরিকার প্রস্তুতিতে মেসির ক্লাব ইন্টার মায়ামির মাঠে ক্যাম্প করে স্কালোনির দল। এ ছাড়া অক্টোবর উইন্ডো দিয়ে আর্জেন্টিনার স্কোয়াডে ফিরতে পারেন অধিনায়ক মেসি। ইনজুরির কারণে তিনি সেপ্টেম্বরে দুটি বাছাইয়ের ম্যাচ খেলেননি।

ভেনেজুয়েলার বিপক্ষে আলবিসেলেস্তেদের আসন্ন ম্যাচটি হবে আগামী ১০ অক্টোবর। পরবর্তীতে ১৫ অক্টোবর তারা ঘরের মাঠ এস্তাদিও মনুমেন্তাল ডি রিভারে বলিভিয়ার মুখোমুখি হবে। সেপ্টেম্বর উইন্ডোতে অনুষ্ঠিত দুটি বাছাইয়ের খেলায় একটিতে হেরে হোঁচট খায় মার্টিনেজ-দিবালারা। তাদেরকে হারিয়ে বাছাইয়ের পয়েন্ট টেবিলে ব্যবধান কমিয়েছে কলম্বিয়া।

তবে এখনও লাতিন অঞ্চলের বিশ্বকাপ বাছাইয়ে শীর্ষেই আছে স্কালোনির শিষ্যরা। চলতি বছরে প্রথমবার কোনো ম্যাচে কলম্বিয়ায় কাছে হারলেও ৮ ম্যাচে তাদের সর্বোচ্চ ১৮ পয়েন্ট। সমান ম্যাচ শেষে দুইয়ে থাকা কলম্বিয়ার পয়েন্ট ১৬ পয়েন্ট। এরপর যথাক্রমে অবস্থান উরুগুয়ে (১৫), ইকুয়েডর (১১) এবং ব্রাজিলের (১০)। এআরএস

© 2026 republicdhaka.com | About us | Privacy Policy | Terms & Condidtion
Developed by- SHUMANBD.COM