মঙ্গলবার | ১৩ জানুয়ারি, ২০২৬ | ২৯ পৌষ, ১৪৩২

পুকুর থেকে ইট বাঁধা অবস্থায় নারীর মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক: গোপালগঞ্জের মুকসুদপুরে নিখোঁজের ৪ দিন পর একটি পুকুর থেকে ইট বাঁধা অবস্থায় খুরশিদা আক্তার (৩৭) নামে এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত খুরশিদা মুকসুদপুর উপজেলার নগর সুন্দরদী গ্রামের সিরাজ ঠাকুরের মেয়ে।

মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) বিকেলে মুকসুদপুর উপজেলার নগর সুন্দরদী গ্রামের বাড়ির পাশের পুকুর থেকে ওই নারীর মরদেহ উদ্ধার করা হয়।

মুকসুদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মুস্তফা কামাল বিষয়টি নিশ্চিত করেছেন। ওসি জানান, গত ২০ সেপ্টেম্বর নিখোঁজ হন খুরশিদা আক্তার। এরপর থেকে তার কোন খোঁজ পাওয়া যাচ্ছিল না। আজ বিকেলে বাড়ির পাশের একটি পুকুরে ইট বাঁধা অবস্থায় তার মরদেহ দেখতে পায় এলাকাবাসী।

পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। তবে এটি হত্যাকাণ্ড নাকি পানিতে ডুবে তার মৃত্যু হয়েছে ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর তা জানা যাবে। এমএফ

© 2026 republicdhaka.com | About us | Privacy Policy | Terms & Condidtion
Developed by- SHUMANBD.COM