সোমবার | ১২ জানুয়ারি, ২০২৬ | ২৮ পৌষ, ১৪৩২

মাহির ভিডিও ক্লিপ ভাইরাল, চলছে তুমুল সমালোচনা

বিনোদন ডেস্ক: ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা মাহিয়া মাহি। ব্যক্তিগত কারণে দীর্ঘদিন তিনি বড় পর্দা থেকে দূরে রয়েছেন। যদিও এরইমধ্যে কাজে ফেরার ঘোষণাও দিয়েছেন। বেশ কিছু স্টেজ শো ও বিভিন্ন ফটোশ্যুটে তাঁকে দেখা গেছে। কথা চলছে নতুন সিনেমার বিষয়েও।

এসবের মধ্যেই ভাইরাল হয়েছে মাহির নাচের একটি ভিডিও। দেড় মিনিটের ভিডিওটি নিয়ে ইতিমধ্যেই শুরু হয়েছে তুমুল আলোচনা-সমালোচনা। ভিডিওটি ঘিরে দুই ধরনের মন্তব্যের মধ্যে এগিয়ে আছে। নেতিবাচক মন্তব্যের তালিকা।

নাচের ভিডিওতে দেখা গেছে, শরীরচর্চার মতো কসরত করছেন নাচের মুদ্রায়। কখনও আবার নিজেকে আবেদনময়ী রূপেও উপস্থাপন করছেন। ভিডিওতে তার এমন অঙ্গভঙ্গি পছন্দ করেছে অনেকেই। আবার কারও কাছে হাসির খোরাক হয়েছেন এই চিত্রনায়িকা।

ভিডিওতে মাহির পরনের ছিল সাদা শার্ট ও কালো প্যান্ট। কেউ বলছেন, ‘অনেকদিন ধরে মাহি তেমন কোনো আলোচনায় নেই, হাতে কোনো কাজ নেই। সে কারণে তিনি এ ধরনের ভিডিও প্রকাশ করে সবার নজর কাড়তে চান।’
আবার কারও কথা এমন, ‘দেশের এই পরিস্থিতে মাহির এমনটা করা ঠিক হয়নি।’ কেউ আবার মাহির কাছ থেকে এমনটি আশা করেননি জানিয়ে লিখেছেন দু’চার কথাও।
যে যা-ই বলুক, নাচের ভিডিওটি নিয়ে নিশ্চুপ আছেন মাহিয়া মাহি। আর তাঁর ভিডিওটি ছোট ছোট ক্লিপ আকারে ছড়িয়ে পড়েছে নেটদুনিয়ায়।

© 2026 republicdhaka.com | About us | Privacy Policy | Terms & Condidtion
Developed by- SHUMANBD.COM